শিলিগুড়ি বাসীকে জানাই আগাম শুভেচ্ছা। অন্যান্য বছরের তুলনায় এবছরের পরিস্থিতি ভিন্ন । মহামারী চলাকালীন এই অভুতপূর্ব পরিস্থিতিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কালীপুজোর অনুমতি প্রদানের জন্য "utsavspc.org" নামের একটি অনলাইন ওয়েব সাইট চালু করা হয়েছে। এই ওয়েবসাইট এর মাধামে পূজা উদ্যোক্তারা কোন সরকারী দপ্তরে না গিয়ে অনলাইন এ খুব সহজেই অনুমতি পেতে পারে। সকল শিলিগুড়িবাসীর প্রতি সনির্বন্ধ অনুরোধ আপনারা পুজোর দিনগুলিতে COVID - 19 সম্পর্কিত স্বাস্থ্যবিধি যখাযখ পালন করুন এবং পুজোর আনন্দ উপভোগ করুন। পূজোর দিনগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সাধারন মানুষ যাতে আনন্দে মেতে উঠতে পারে সে বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বদ্ধপরিকর । যেকোন প্রয়োজনে আমাদের কন্ট্রোল রুম (১০০ / ০৩৫৩-২৬৬২২১০) এ যোগাযোগ করুন।
নমস্কারান্তে
শ্রী ত্রিপুরারি অথৰ্ভ , আইপিএস
শিলিগুড়ি পুলিশকমিশনারেট